বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাতে কী হয় জানালেন কয়েকজন দম্পতি

বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন, অনেক চাওয়া-পাওয়া থাকে। প্রেম করে বিয়ে হোক বা সম্বন্ধ করে হোক। অনেকে হয়তো মনে করেন ফুলশয্যার রাতে নববিবাহিত স্বামী-স্ত্রী প্রথমবার সামাজিক স্বীকৃতি পায় একই ছাদের নীচে থাকার। তাই হয়তো দু’জনের মধ্যে থাকে উত্তেজনা। আর এই সবকিছু মিলিয়েই বিয়ের প্রথম রাত। অনলাইন মতামত বিনিময়ের একটি সাইট -এ একজন জানতে চেয়েছিল যে, বিয়ের পর প্রথম রাতে কী হয়? তাঁরই প্রশ্নের উত্তর দিতেই বেশকিছু নব বিবাহিত দম্পতিরা শেয়ার করেছেন তাঁদের অভিজ্ঞতার কথা। নীচে রইল এমন কয়েকটি নিদর্শন যেখানে কয়েকজন দম্পতি একেবারে অন্যভাবে কাটিয়েছেন বিয়ের প্রথম রাত।

• এক দম্পতির কথায়, বিয়ের আচার-অনুষ্ঠানের পর তাঁরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ায় তাঁরা দু’জনেই ঘুমিয়ে পড়েছিলেন।
• এক দম্পতি আবার সারারাত ভিডিও গেম খেলেই কাটিয়ে দিয়েছেন।
• আবার এমন নজিরও রয়েছে যেখানে, স্বামী-স্ত্রী সারারাত গল্প করার পরে কেবল একটিমাত্র চুমু খেয়েছেন।
• বেশ কয়েকজন দম্পতি আবার সারারাত কীভাবে কাটাবেন—এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছেন।



মন্তব্য চালু নেই