বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকার প্রতারণা !

দক্ষিণী ছবির প্রথম সারির অভিনেত্রী মেঘনা রাজ। মালায়লি, কন্নড় এবং তামিল ছবিতে রীতিমতো জনপ্রিয় মেঘনা।

মেঘনার বিরুদ্ধে জনার্দন নামে বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেঘনা। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কও ছিল এই অভিনেত্রীর। কিন্তু সম্প্রতি মেঘনা আর এই সম্পর্ককে স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে একটি ই-মেল মারফত জনার্দন জানিয়েছেন, মেঘনা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হালফিলে সেই প্রতিশ্রুতি সংক্রান্ত বেশ কিছু নথি ও প্রমাণ তিনি লোপাট করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মেঘনা অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।



মন্তব্য চালু নেই