বিয়ের পিঁড়িয়ে নায়ক অঙ্কুশ!

ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ বিয়ের পিঁড়িতে বসছেন! পাত্রী টলিউডের উঠতি নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। তারা দুজনেই শাস্ত্র মেনে বর-কনে সেজেছেন, সাত পাক ঘুরে, পুরুত মশাইকে সাক্ষী রেখে একে অন্যের গলায় মালা বদল করবেন।

তবে এমনটা বাস্তবে নয় শ্রেফ অঙ্কুশ অভিনীত নতুন একটি ছবিতে দেখা যাবে। ছবির নাম `কেলোর কীর্তি`। এটি পরিচালনা করছেন রাজা চন্দ। যিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত `ব্ল্যাক` ছবিটি পরিচালনা করেছিলেন। বর্তমানে ছবিটির নির্মাণ কাজ চলছে ভারতের পাটনা প্রদেশে।

`কেলোর কীর্তি` ছবিতে অভিনয় করছেন টালিগঞ্জের একঝাঁক তারকা। অঙ্কুশ-কৌশানী ছাড়াও আছেন দেব, মিমি, জিশু, নুসরাতসহ আরো অনেকে।

জানা গেছে, রোমান্টিক-কমেডিতে ধারার এ ছবিটি মুক্তি পাবে জুলাই নাগাদ।



মন্তব্য চালু নেই