বিয়ের পিঁড়িতে আশরাফুল

গত জুলাইয়ে হয়েছিল আংটি বদল। শুক্রবার হয়ে গেলে বিয়েও। ক্রিকেটের ২২ গজের কমব্যাট জোনে অনেক ইনিংস খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এবার জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করলেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

বিয়ের অনুষ্ঠানটি খুব বড়সড় ভাবে না হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি বেশ জাঁকজমক ভাবেই হচ্ছে। শনিবারের ওই অনুষ্ঠানে প্রায় হাড়াই হাজার অতিথিকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত পেয়েছেন সাবেক, বর্তমান ক্রিকেটার, বিসিবির সাবেক বর্তমান কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক।

বুধবার রাতে নিজের রেস্টুরেন্টে সম্পন্ন হয় তার গায়ে হলুদ অনুষ্ঠান। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং আশরাফুলের বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

গত ২৫ জুলাই অর্চির সঙ্গে আংটি বদল করেন আশরাফুল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে আংটি বদল অনুষ্ঠানটি। অনিকা তাসলিমা অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এ্যালিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাইবোনের মধ্যে অর্চি বড়।



মন্তব্য চালু নেই