বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রথম প্রকাশ্যে রিঙ্গো
মাত্র কয়েক দিন হল একইসঙ্গে পথ চলা শুরু করেছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী রূপসা গুহ বন্দ্যোপাধ্যায়। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে ডেকে বিয়েটা সেরে ফেলেছেন তাঁরা। দু’জনকে একসঙ্গে পেয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম তাঁদের দাম্পত্য জীবনের ব্যাপারে। কী বললেন তাঁরা? শুরুতেই “বল বেবি বল”, বলে রূপসাকে এগিয়ে দিলেন রিঙ্গো। রূপসা প্রথমেই শুরু করলেন অভিযোগ দিয়ে। বললেন, ও যে কখন হাজব্যান্ড থাকে, কখন ডিরেক্টর হয়ে যায়, বুঝতেই পারি না। বাড়িতেও মাঝে মাঝে ডিরেক্টর হয়ে যায়। তবে বাড়িতে কিন্তু আমিই ডিরেক্টর। তখন বলি, কাটো। হবে না। এর মাঝেই রিঙ্গো পাশ থেকে বলে উঠলেন কাট ইট। তবে শুধু কথাবার্তা নয়। তাঁদের খুনসুটি প্রকাশ পেল তাঁদের আচার আচরণেও।
মন্তব্য চালু নেই