বিয়ের দিন বাবার হৃদয় বহনকরীকে দিয়েই বাবার স্বাদ পুরণ করলেন কনে!

যুক্তরাষ্ট্রের পেনিনসেলভিয়ার এক বিয়ের ঘটনা। জেনি স্টেপিন তার বিয়ের দিন তার বাবার সাথে হেঁটে আসেননি, হেঁটে এসেছিলেন তার বাবার হৃদয় বহনকারী এক ব্যক্তির সাথে।

১০ বছর আগে খুন হন জেনি স্টেপিনের বাবা। সেই সময় আর্থার থমাস নামের এক ব্যক্তির ‘হার্ট ট্রান্সপ্লেন্ট’ হয় এবং উনিই বহন করছেন জেনির বাবার হৃদয়।

জেনি ও মি: থমাস কেউ কাউকে কখনো না দেখলেও তারা সবসময় চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছেন।

জেনি মি: থমাসকে তাঁর বিয়েতে আমন্ত্রণ জানান সেই ব্যক্তিকে। বিয়ের দিন বাবার হৃদস্পন্দন অনুভব করে আনন্দে-আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন জেনি স্টেপিন।-বিবিসি



মন্তব্য চালু নেই