বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় আলোকদিয়ার গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে ৩ দিন যাবত অনশন পালন করছে প্রেমিকা সুলতানা পারভীন পাপিয়া।

গত বৃহস্পতিবার ৯ মার্চ বিয়ের দাবী নিয়ে সুলতানা পারভিন পাপিয়া প্রেমিক শামীমের বাড়ীতে গেলে বাড়ির লোকজন তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়ার হুমকী দেয়ার অভিযোগ করেছেন পাপিয়া।

অনশনরত পাপিয়া জানান, কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এস এম শামীম (৩৮) সাথে একই গ্রামের মৃত হাবিবর রহমানের মেয়ে সুলতানা পারভিন পাপিয়া (৩৬) মধ্যে দীর্ঘ ২০ বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো। স্কুল জীবন থেকে শামীম আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কয়েক বছর আগে পাপিয়াকে ধোকা দিয়ে শামীম অন্যত্র বিয়ে করে। তার পর পাপিয়াকে তার বাড়ি থেকে বিয়ের দেওয়ার চেষ্টা করলে শামীম বিয়ে করবে বলে আবারও পাপিয়াকে আশ্বাস দিয়ে বিয়ে ভেঙ্গে দেয়।

গত ১ মাস আগে শামীম তার স্ত্রীকে তালাক দিয়ে পাপিয়াকে বিয়ের করার আগ্রহ জানায়। কিন্তু শামীমের পরিবারের লোকজন এ বিয়েতে রাজি না হয়ে তাকে অন্যত্র বিয়ের দেয়ার চেষ্চা করে। বিষয়টি জানতে পেরে পাপিয়া বিয়ের দাবীতে প্রেমিক শামীমের বাড়িতে অনশন শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পাপিয়ার ভাই সারোয়ার হোসেন জানান, আমার বোনের কাছ থেকে বিভিন্ন সময় বিয়ের কথা বলে নগদ টাকা আত্বসাত করেছে শামীম।
বিষয়টা নিয়ে গ্রাম্য শালিশের মাধম্যে মিমাংসা চেষ্টা চলছে ওয়ার্ড মেম্বর আঃ হামিদ, শহিদুল ইসলম,খোকন, রেজাউল, আলম,তালাশ, বনীসহ স্থানীয় গ্রাম্য মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিয়ের মাধ্যমে এর সমাধানের কথা বলেছেন। উক্ত বিষয় নিয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত ফারজানা জানান বিষয়টা আমাকে জানায়নি যদি অভিযোগ করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই