মা-মেয়ে খুন
বিয়ের টাকা জোগাড় করতে হত্যা
বিয়ের টাকা জোগাড় করতে খালাতো ভাই শাহ আলমের বাসায় চুরির পরিকল্পনা করে। চুরির ঘটনাটি দেখে ফেলায় খালাতো ভাইয়ের স্ত্রী নাসিমা ও তার মেয়ে রিয়াকে হত্যা করা হয়। চট্টগ্রামের আলোচিত মা-মেয়ে খুনের অভিযোগে আটক বেলাল হোসেন পুলিশের কাছে এই তথ্য দিয়েছে।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার তানভীর আরাফাত বলেন, ‘নিহত নাসিমা আকতারকে খুন করে লুট করা মোবাইল ফোনটি বেলাল হোসেন তার প্রেমিকা ফারজানার ছোট ভাই রুবেলকে উপহার দেয়। খুনের পর থেকে ওই মোবাইল বন্ধ থাকলেও গত ২৩ মে তা খুলে রুবেল তার এক বন্ধুকে ১৯ সেকেন্ডের একটি কল করে। পরবর্তীতে ওই কলের সূত্র ধরে বেলালকে গ্রেফতার করে পুলিশ।’
মন্তব্য চালু নেই