বিয়ের জন্য কেরিয়ার বাজি রাখতে পারেন, বললেন ক্যাটরিনা
যদি বাড়িতে থেকে সন্তান প্রতিপালন করাই তাঁর জন্য আদর্শ কাজ হয়, তবে তিনি তাই করবেন— বললেন ক্যাটরিনা।
ক্যাটরিনা কাইফের বয়স এখন ৩৩। এখনও ‘মোস্ট ওয়ান্টেড স্পিনস্টার’। কেরিয়ারের শুরুতে সলমন খানের সঙ্গে সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন থিতু হলেও, পরে রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক অনেক দূর গড়িয়েছিল।
বেশ কিছু সাংবাদিক বৈঠকে রণবীর কপূর জানিয়েছিলেন, ‘ক্যাট’ই তাঁর অনুপ্রেরণা। শোনা গিয়েছিল, রণবীরের জন্যই তিনি তাঁর কেরিয়ার বেশ কিছুদিনের জন্য স্থগিত রেখেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, বিয়ের জন্য তিনি তাঁর অভিনয় কেরিয়ারকেও বাজি রাখতে পারেন।
তবে তিনি এও বলেছেন যে এ বিষয়ে তাঁকে কখনওই জোর করা চলবে না। সিদ্ধান্ত অবশ্যই তিনি নিজেই নেবেন। তাঁর যদি কখনও মনে হয়, বাড়িতে থেকে সন্তান প্রতিপালন করাই তাঁর জন্য আদর্শ হয় কাজ, তা হলে তিনি তাই করবেন। তবে যদি সম্ভব হয় তাহলে সংসার আর কেরিয়ার—দু’টোই সমান তালে সামলাতে চান ক্যাট।
মন্তব্য চালু নেই