বিয়ের খবর মিথ্যা, দাবী করলেন অসিন!
ভারতের মোবাইল ব্র্যান্ড ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে খুব শিগগির বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী অসিন- সম্প্রতি সে খবর প্রকাশ হয়েছে। জানা গিয়েছিল, এ সপ্তাহে অসিন-রাহুল তাদের বিয়ের তারিখ ঘোষণা করবেন। কিন্তু তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাদের বিয়েটা এ বছর হচ্ছে না।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে গুঞ্জন ওঠে আগামী ২৬ নভেম্বর দিল্লিতে বিয়ে করতে যাচ্ছেন অসিন। কিন্তু এ খবর অস্বীকার করেছেন তিনি। অসিন বলেন, ‘আমার বিয়ের দিনক্ষণ নিয়ে বের হওয়া মিথ্যা খবরগুলো দেখে হাসি পাচ্ছে! আমার হাতে আরও কিছু কাজ আছে, এ বছরের শেষ পর্যন্ত এগুলো করতে হবে। এরপরেই বিয়ের তারিখ নিয়ে ভাববো। অনুগ্রহ করে দিনক্ষণের ঘোষণাটা আমার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করুন।
সোমবার বলিউডের এই অভিনেত্রী পা রাখলেন ২৯ বছরে। এখন রাহুল শর্মার সঙ্গেই জন্মদিনের আনন্দ উদযাপনের মেজাজে আছেন অসিন।
মন্তব্য চালু নেই