বিয়ের কথা স্বীকার করলেন আল-আমিন
রুবেল হোসেনের পর এবার নিজের বিয়ের কথা স্বীকার করলেন টাইগার বোলার আল-আমিন হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আল-আমিন হোসেন তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকারে আল আমিন বলেন, “আমি জাতীয় দলে প্রবেশের পূর্বেই বিয়ে করেছিলাম আর বিয়েটা প্রেম করেই হয়েছিল। আমার ইচ্ছে ছিল ২০১৫ বিশ্বকাপের পর বিষয়টি সবাইকে জানাবো। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল তারপর আমি আর কাউকে জানাতে পারি নি। তারপরেও জাতীয় দলের কিছু জ্যেষ্ঠ খেলোয়াড় বিষয়টি জানেন।”
বিয়ের বিষয়ে আল-আমিন আরো বলেন, ” আমি যদি আমার বিয়ের বিষয়টি স্বীকার না করি, এটা ঠিক হবে না। আমি মনে করি দুই ধরনের ভক্ত আছে-একদল হলো আমার খেলার ভক্ত আর একদল মানুষ হিসেবে আমি কেমন তার ভক্ত। যেহেতু আমি বিবাহিত তাই অনেকে হয়তো আমাকে নিয়ে অন্যভাবে ভাববে না। ”
উল্লেখ্য, নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে আল-আমিনের অভিষেক হয়েছিল ২০১৩ সালের ২১ শে অক্টোবরে। তাহলে আল-আমিনের কথা অনুসারে, তার বিবাহ ২০১৩ সালেই হয়েছিল।
মন্তব্য চালু নেই