বিয়ের আগেই নতুন সম্পর্কে যুবরাজ সিং!

বাগদান হয়েছে আগেই। চলতি মাসের ৩০ নভেম্বর যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ে। অর্থাৎ বিয়ের দিন এসে গেছে। এর মধ্যেই অন্য জল্পনা শুরু হয়ে গিয়েছে যুবরাজকে নিয়ে।

ভারতের বাঁহাতি এই অলরাউন্ডার কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন? তা নিয়েই তো ধোঁয়াশা।

সালমান খানের ‘বিগ বস ১০’ জল্পনা বাড়িয়ে দিয়েছে। সালমান খানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এম টিভি রোডিজ-এর প্রথম মহিলা বিজয়ী ভিজে বাণী। তার মুখেই শোনা গেছে যুবরাজের নাম। আর পেশীবহুল এই নারীর মুখে যুব’র নাম শোনার পরেই কৌতূহল বেড়ে গেছে বেশ কয়েকগুণ।

তবে কি হ্যাজেল কিচের বিয়ে ভাঙতে চলেছে? যুবরাজ সিং তাহলে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? এরকমই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। যুব’র নতুন গার্লফ্রেন্ড কি তবে বাণী? না একদমই নয়। হ্যাজেল কিচ ও যুবরাজের সম্পর্ক একই রয়েছে বলে মনে করছে তার পরিচিতজনরা।

সালমান খানের এই শো’য়ে বাণীর মুখে কেবলই শোনা যায়, তার জীবনে যুব’র ভূমিকার কথা। আর যুব’র কথা শোনামাত্রই সবাই মনে করছেন বাণীর প্রেমিক যুবরাজ সিং নন তো?

পরিচিতজনরা মনে করছে, এই যুব ভারতের ক্রিকেটার যুবরাজ সিং নন। অন্য কেউ হতে পারেন। এম টিভি-খ্যাত বাণীর এই যুব কে? সেটা নিয়ই তো রহস্য।



মন্তব্য চালু নেই