বিয়েতে রাজী ছিলেন না সোহা!

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোহা আলী খান তার প্রেমিক কুনাল খেমুকে রাজি ছিলেন না বিয়ে করতে ! চমকে উঠার মত কথাই বটে !

এ বছরের ২৫ জানুয়ারি বিয়ে করেন তারকাজুটি সোহা আলী খান-কুনাল খেমু। বিয়ের ছয় মাস না যেতেই সম্প্রতি নিজের বিয়ের সম্পর্কে এমনটা মন্তব্য করে ব্যাপক গুঞ্জনের জন্ম সোহা। তবে গুঞ্জনের ডালপালা বেশী মেলার আগেই নিজেই আবার ব্যাখ্যা দিয়েছেন নিজের এমন মন্তব্যের। তো কি সেই ব্যাখ্যা ? শোনা যাক সোহার জবানিতেই-”আমি আসলে কুনালের সাথে লিভ টুগেদারেই বেশী খুশি ছিলাম। কারণ আমি মনে করি জীবন উপভোগের ক্ষেত্রে লিভ টুগেদারের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এর মাধ্যমে আমি কুনালের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি মনে করি, এর মাধ্যমে নিজের জীবনসঙ্গীকে শতভাগ চিনে নেয়া যায়। কিন্তু লিভ টুগেদারের মাধ্যমে আমরা সুখে থাকলেও আমার মা শর্মিলা ঠাকুর মোটেও খুশী ছিলেন না। বলা যায় তাকে খুশী করতেই অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত বিয়েটা আমি করেছি !” কি বুঝলেন নবাবনন্দিনীর কথায়। থাক বেশী বুঝে কাজ নেই। নবাবনন্দিনী বলে কথা,কাজেই তার মনমর্জিটা যে নবাবী ধরনেরই হবে-তাতে আর অবাক হবার কি আছে !



মন্তব্য চালু নেই