বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ছুরিকাঘাত

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর রায়েরবাজারে রিপা আক্তার (১৮) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করেছে দুই যুবক। বৃহস্পতিবার ১৪ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রিপা রায়েরবাজারে একটি পোশাক বিক্রির দোকানের বিক্রয়কর্মী। কাজ শেষে রাতে রিকশাযোগে বাসায় ফেরার পথে নিমতলা নামক স্থানে চাকমা আমিনসহ দুই যুবক রিপার রিকশার গতিরোধ করে।

এর পর তার ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রিপা চিৎকার শুরু করলে চাকমা আমিন রিপার দুই গালে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রিপার বড় বোন রোপা জানান, চাকমা আমিন কিছু দিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত সপ্তাহে সে রিপাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সে (আমিন) রিপাকে ছুরিকাঘাত করে।



মন্তব্য চালু নেই