বিয়েতে নববধূকে শ্বাশুড়ির বাথরুম উপহার!
আমাদের প্রতিবেশি দেশ ভারতে এখনো অনেক মানুষ শৌচালয় ব্যবহার থেকে দুরে রয়েছে। তবে এবার মনে হচ্ছে সচেতনতা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে। স্বচ্ছ ভারতে একের পর এক উদাহরণ তৈরি করছে ভারতীয় নারীরা। কখনো বিয়ের শর্ত হিসেবে শৌচালয় বানিয়ে দেয়ার আবেদন, কখনো বাড়িতে বাথরুম নেই বলে বিয়ে ভেঙে দেয়া এমন হাজারো উদাহরণ রয়েছে ভারতে। সচেতনাতার পাঠশালায় একে একে সবার সহযোগিতায় স্বচ্ছ পরিবেশ তৈরির পথে এগিয়ে চলেছে ভারত। এবার সামনে এল আরো এক উদাহরণ।
অন্ধ্রপ্রদেশের ঘটনা। ছেলের বিয়েতে নববধূকে বাথরুম উপহার দিলেন শ্বাশুড়ি। ‘আমি নিজে কোনো দিন আমার বাপের বাড়িতে শৌচালয় পাইনি। খোলা জায়গায়ই যেতে হত। বিয়ের পরও তাই। বাড়িতে ছিল না শৌচাগার। এমনকি নারীঘটিত সমস্যাগুলোর সময়ও বাথরুম ব্যবাহার না করতে পারার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হতো। তাই আমি চাইনা আমার বাড়ির বউদেরকেও একই সমস্যার সম্মুখীন হতে হক। তাই আমি বাড়িতেই শৌচাগার তৈরি করি’, বললেন নববধূ সালমার শ্বাশুড়ি।
মন্তব্য চালু নেই