বিয়েতে অতিথি ১০০০ বিড়াল!

ক্যালিফোর্নিয়ায় এক মন্ট্রিল জুটির বিয়ে। অন্য সব বিয়ের মত এ বিয়েতেও আয়োজনের কোনো কমতি ছিল না। এমনকি বিয়ের অনিুষ্ঠানে অতিথির সমাগমও ছিল চোখে পড়ার মত।

wedding-220160617100157

বিয়ের পোশাক, সাজ-সজ্জা সবই ছিল বেশ আড়ম্বরপূর্ণ। যাকে বলে একেবারে পারফেক্ট বিয়ে। তবে শুনে অবাক হবেন। ওই বিয়ের অতিথি কিন্তু কোনো মানুষ ছিল না। ভাবছেন তাহলে কারা ওই বিয়ের অতিথি হয়েছিল? আসলে ওই বিয়ের অতিথি ছিল ১ হাজার বিড়াল। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ওই বিয়ের কিছু ছবি নিজের চোখেই দেখুন।

ওই বিয়ের আয়োজন করা হয়েছিল ক্যাট হাউজে। সেখানে হাজার হাজার বিড়াল সারাদিন ঘুরে বেড়ায়। ওই ক্যাট হাউজে লুইস ভেরোন্নেয়াও এবং ডোমিনিক জুটি একবার ঘুরতে গিয়েছিল। সেখানে ঘোরার সময়ই তারা সিদ্ধান্ত নেয় যে এই বিড়ালদের মাঝেই তারা বিয়ে করবে। অর্থাৎ তারা নিজেদের বিয়েটোকে একেবারেই ব্যতিক্রম করে উপস্থাপন করতে চেয়েছিল। আর হলোও তাই।

wedding320160617100159



মন্তব্য চালু নেই