বিয়েটা কি সেরে ফেলছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহ?
এ বছরেই কি বিয়েটা সেরে ফেলছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহ? বলিউডের অন্যতম হট জুটির রকম-সকম দেখে আপাতত সেই জল্পনাতেই মশগুল বি-টাউন। তার উপর দীপিকাকে চমকে ভ্যালেন্টাইনস ডে পালন করতে রণবীরের কানাডা উড়ে যাওয়া সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ। গত মাসে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দুইপক্ষের বাবা-মাকেই এক সঙ্গে এই কাপলের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীপিকা-রণবীরের বাড়ির লোকজনের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এই সম্পর্কে তারা বেজায় খুশি। নাম প্রকাশে অনিচ্ছুক দুজনেরই এক পরিচিত জানিয়েছেন, পরিবারতো রাজিই, এখন শুধু অপেক্ষা মিঞা-বিবির সম্মতি। তবে কিছু প্রশ্ন কিন্তু এখনও রয়ে যাচ্ছে। দুজনকে এক সঙ্গে সব জায়গাতে দেখা গেলেও দীপিকা প্রকাশ্যে এখনও এই সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’-আওতামুক্ত করতে নারাজ। এই বলি ডিভার এক বন্ধু জানিয়েছেন, দীপিকা এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে। এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছে না ও। ভাবা উচিতও নয়। এর আগে রণবীর কপূরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ ভুগতে হয়েছিল দীপিকাকে। নিজের ব্যক্তিগত জীবন আর ‘বাজারি’ করার কোনও ইচ্ছাই নেই ওর। অতএব, বিয়েটা হচ্ছে নাকি হচ্ছে না, জল্পনাটা অন্তত আরও কিছুদিন টাটকা থাকার চ্যান্সটাই অনেক বেশি
মন্তব্য চালু নেই