বিস্ময়কর স্ত্রীর প্রশংসায় এডি রেডমাইনি
মার্কিন জনপ্রিয় অভিনেতা এডি রেডমাইনি সম্প্রতি ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন। সেই তিনি এবার নিজের স্ত্রীর প্রশংসা করলেন গনমাধ্যমে।
এডি তাঁর স্ত্রীকে বিস্ময়কর নারী উপাধি দিয়েছেন। এর কারণ হচ্ছে, তাঁর স্ত্রী নাকি তাঁর কাজে পূর্ণ সমর্থন দেন। সেই সাথে জানালেন, তাঁর অভিনয়ে এবং ক্যারিয়ারে কোন ব্যাঘাত ঘটতে দেন না তাঁর স্ত্রী হ্যানা ব্যাগশো।
৩৪ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেতা ২০১৪ সালে হ্যানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁর সাফল্যের পেছনে স্ত্রীর অবদান স্বীকার করলেন এডি।
তিনি বলেন, ‘হ্যানা একজন বিস্ময়কর নারী। কারণ আমি যে কাজ করি, এতে পুরো সময় আমি জড়িয়ে থাকি। যখন আমি অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন সে আমাকে পূর্ণ সমর্থন করে।’
মন্তব্য চালু নেই