বিস্ময়কর ঘটনা, একসঙ্গে দেখা গেল তিনটি সূর্য!

সূর্য কয়টি? যে কাউকে এমন প্রশ্ন করলে একই উত্তর আসবে। আর তা হল একটি। কিন্তু যদি কেউ দাবি করে, আকাশে একই সঙ্গে তিন তিনটি সূর্য দেখা গেছে। তা হলে তাকে কি বলবেন? আচ্ছা যদি সেই দাবির পক্ষে ছবি উপস্থাপন করা হয়- তা হলে?

প্রায় তিনমাস আগের কথা। আকাশে একসঙ্গে দেখা গেছে তিন-তিনটি সূর্য! সেই ঘটনা নিয়ে এখন শুরু হয়েছে নানা ধরণের কথা। এই ঘটনাকে কেউ শুভ, আবার কেউ অশুভ লক্ষণ বলে অভিহিত করেন। কিন্তু, সত্যি কী ছিল ঘটনাটা!

২০১৫ সালের নভেম্বর মাসে রাশিয়ার এক প্রত্যন্ত এলাকার আকাশে একসঙ্গে দেখা যায় তিনটি সূর্য। কেউ কেউ একে দৈবিক চমৎকার বলেন, তো কেউ একে অশুভ বলেন।

ঘটনাটি প্রত্যক্ষ করেন কাজাকিস্তান সীমান্ত লাগোয়া চেলিয়াবিনস্কের মানুষ। সেখানকার মানুষদের মনে প্রচুর প্রশ্ন জাগে।

বিজ্ঞানীদের মতে, অত্যন্ত ঠান্ডা যে সব জায়গায় পড়ে, সেখানে এধরনের দৃশ্য একেবারে অস্বাভাবিক নয়। তাঁরা জানান, হাওয়ার মধ্যে থাকা বাষ্প জমে বরফ হয়ে যায়। যার ফলে, তা একটি আয়নার মতো বস্তুর (এক্ষেত্রে সূর্য)-কে প্রতিফলন করে।

জানা গেছে, ওই অঞ্চলের তাপমাত্রা সেই সময় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।



মন্তব্য চালু নেই