বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর নিষিদ্ধ

৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন জটিলতার কারণে সব বিসিএসের প্রিলিমিরারিতে যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকছে।

এদিকে আগামী ৬ মার্চ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে এই পরীক্ষার আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এবারই সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।



মন্তব্য চালু নেই