‘বিশ্ব ফরোয়ার্ড’ একাদশে মেসি-নেইমার

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ফরোয়ার্ড নির্বাচনের জন্য ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ফুটবলারদের সংস্থা ফিফপ্রো এবং ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৪ সালের সেরা একাদশ গঠনের লক্ষ্যে ফরোয়ার্ডদের এই তালিকা ঘোষণা করে।

ওই তালিকায় রয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহাতরকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এছাড়া রয়েছেন গ্যারেথ বেল ও করিম বেনজেমার মতো রিয়ালের বিশ্বখ্যাত দুই ফুটবলারও।

বায়ার্ন মিউনিখের থমাস মুলার, অ্যারিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরিও রয়েছেন ওই ১৫ জন ফরোয়ার্ডের তালিকায়। এছাড়া ম্যানসিটির আগুয়রোও আছেন ওই তালিকায়।
পাশাপাশি ম্যান ইউ’র স্ট্রাইকার ওয়েন রুনিও রয়েছেন এই তালিকায়। এখন দেখার সেরা একাদশে কারা সুযোগ পান।



মন্তব্য চালু নেই