বিশ্ব তারকাদের মধ্যে থাকতে পেরে খুশি মুস্তাফিজ
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ব্যাপারটা মুস্তাফিজ প্রথম শুনেন তার দল ঢাকা ডাইনামাইটসের একজন অফিসিয়ালের কাছ থেকে। পরে অভিনন্দন জানালেন সতীর্থরা। স্বাভাবিক কারণেই এ অর্জনে দারুণ খুশি সাতক্ষীরা এক্সপ্রেস।
মুস্তাফিজ বলেন,‘ আমি তখন মাঠে। সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিলো। খবরটা শুনে আমার ভালো লাগছিল। কারণ প্রথম বাংলাদেশি হিসেবে আমি ওখানে স্থান পেয়েছি। আমি খুব খুশি, বিশেষ করে এই কারণে যে, আমি বিশ্বের বড় বড় তারকাদের মধ্যে থাকতে পেরেছি।’
সবে ৬ মাসও হয়নি বাংরাদেশের জার্সি পরেছেন। ম্যাচ খেলেছেন ৯টি। এই অল্প সময়ে এত বড় অর্জনে নিজের আবেগকে ঠিকই ধরে রাখছেন মুস্তাফিজ। বলেন,‘ শুরু থেকেই চিন্তা ছিল ভালো করার। আমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা কাজে লাগানার চেষ্টা করেছি। আগামীতেও ভালো করতে চাই দেশের জন্য ভালো করারই আমার লক্ষ্য।’
গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। প্রথম ম্যাচে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুড়িয়ে দেন মুস্তাফিজ। এরপর ৪৩ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি।
মন্তব্য চালু নেই