বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম বার্ষিকী, জেলা প্রশাসন ও শিল্প কলা একাডেমীর আয়োজন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১ শত ৫৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে থাকছে নানা অনুষ্ঠান।
জানাগেছে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল খানের সভাতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম)।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিকেল সাড়ে ৫ টায় জেলা শিল্প কলা একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিনৃত্যনাট্য,চিত্রাঙ্গগদা মঞ্চায়ন।
মন্তব্য চালু নেই