বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণা

ঘোষণা হলো বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্বের তারিখ। ঘোষণা আনুযায়ী আগামী ১৩ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১৫ জানুয়ারি।

আর ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়।

সভায় ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।



মন্তব্য চালু নেই