বিশ্বে ‘সেক্সিয়েস্ট’ মহিলা মিচেল কিগ্যান

কিম কার্দেশিয়ান, জেনিফার লরেন্সদের পিছনে ফেলে বিশ্বে সেক্সিয়েস্ট মহিলার খেতাব জিতলেন মিচেল কিগ্যান৷ ‘এফএইচএম’ প্ত্রিকার আয়োজনে এক সমীক্ষায় এই শিরোপা পেলেন অভিনেত্রী৷
সারা বিশ্বের অভিনেত্রী-মডেলদের মধ্যেই এই সমীক্ষা করা হয়েছিল৷ তবে বলা বাহুল্য, হলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই পাঠকের ভোট পেয়েছেন৷ সেই বিচারেই সেরা হয়েছেল মিচেল৷
গতবছর সেরা হয়েছিলেন জেনিফার লরেন্স৷ এবার তিনি পেয়েছেন তৃতীয় স্থান৷ দ্বিতীয় স্থানে আছেন কার্দেশিয়ানের শোয়ের বিখ্যাত স্টার কেন্ডল জেনর৷ এছাড়াও তালিকায় আছেন গায়িকা অ্যারাইনা গ্র্যান্ডে, সুপারমডেল কেট আপটন প্রমুখ৷
‘করোনেশন স্ট্রিট’ সিরিয়ালে মিচেল টিনার চরিত্রেঅভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান৷ পরে একই নামের ছবিতেওঅভিনয় করেন তিনি৷ ২০০৭ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও হলিউডের বড় বড় নামের সঙ্গেই তাঁর নামটিও উচ্চারিত হয়৷
তবে অভিনয়ের জন্য যেমন তিনি পরিচিত, তেমনই জনপ্রিয় তাঁর ‘সেক্সি’ লুকের জন্য৷ বহুবারই বিভিন্ন প্রতিযোগিতায় সেক্সিয়েস্ট হিসেবে খেতাব জিতেছেন তিনি৷ মোট ৯ বার পেয়েছেন এই জাতীয় পুরস্কার৷ শরীরি উদ্ভাসে উগ্র না হলেও, সৌন্দর্যে ও আবেদনেই এবারও বাজিমাত করলেন মিচেলই।

সূত্র: কলকাতা



মন্তব্য চালু নেই