বিশ্বে ধর্ম অনুসারী বাড়ছে, এগিয়ে ইসলাম

বিশ্বজুড়ে ধর্ম অনুসারীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইসলাম। ২০৫০ সালে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা ২৭৬ কোটিতে পৌঁছবে বলে বৃহস্পতিবার নতুন এক গবেষণায় উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার। খবর সিএনএনের।

২০১০ সালে করা জরিপে দেখা গেছে, বর্তমানে বিশ্বে প্রায় ১৬০ কোটি মুসলিম রয়েছে। আগামী ৪০ বছরের মধ্যে তা বেড়ে ২৭৬ কোটিতে গিয়ে পৌঁছবে।

২৪৫ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ হবে প্রায় ৯০০ কোটি। তখন এর প্রায় ৩০ শতাংশই থাকবে মুসলিম।

একই সময়ে খ্রীষ্ট ধর্মাম্বলম্বীর হারও বাড়বে। তবে তা মুসলিমদের তুলনায় বেশ কম। বর্তমানে বিশ্বে ২১৭ কোটি খ্রীষ্টান রয়েছে। ২০৫০ সাল নাগাদ তা গিয়ে ঠেকবে ২৯২ কোটিতে, যা তখনকার জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ হবে।

৫জনসংখ্যার দিক থেকে ওই সময় প্রথমবারের মতো খ্রীষ্টের পাশাপাশি অবস্থান করবে ইসলাম। তবে ২০৭০ সাল নাগাদ খ্রীষ্টানদের ছাড়িয়ে মুসলিমদের সংখ্যা হবে সর্বাধিক। আমেরিকা ও ইউরোপে খ্রীষ্টান অধিবাসীদের সংখ্যা কমবে, অপরদিকে বাড়বে মুসলিমদের সংখ্যা।

২০৫০ সালে ইসলাম ধর্মের অনুসারীর দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হবে ভারত। দেশটিতে হিন্দুদের সংখ্যা বাড়ার পাশাপাশি মুসলিমদের সংখ্যাও বাড়বে, যা ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে।

সনাতন ধর্মের অনুসারী হিন্দুদের সংখ্যা ২০৫০ সালে গিয়ে দাঁড়াবে ১৩৮ কোটিতে, যা জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করবে।

ইহুদীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৬০ লাখে দাঁড়ালেও বাড়বে না বৌদ্ধদের সংখ্যা। তাদের সংখ্যা ৫০ কোটির আশপাশেই থাকবে।

তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে ধর্মে অবিশ্বাসীদের সংখ্যা। ২০৫০ সালে তাদের সংখ্যা হবে ১২৩ কোটি। বর্তমানে তাদের সংখ্যা ১১৩ কোটি।



মন্তব্য চালু নেই