বিশ্বের সাতটি বিস্ময়ের মধ্যে অন্যতম ১টি পরিত্যক্ত শহরের অসাধারণ কিছু ছবি

পৃথিবীর অন্যতম সুন্দর স্থানগুলোর একটি পেরুর মাচুপিচু। অনেক সময় স্থানটিকে ডাকা হয় ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া শহর হিসেবে। প্রায় ১৫০টি দালানের এই শহরটিকে ঠিক কেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো এর উত্তর জানা নেই কারো। ইউনেস্কো ১৯৮৩ সালে মাচু পিচুকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বের সাতটি নতুন বিস্ময়েরও একটি।
১৯১১ সালের ২৪শে জুলাই ইতিহাসবিদ হিরাম বিংহ্যাম জায়গাটি আবিষ্কারের পর এটি এখন বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান। প্রতি বছর সারা বিশ্বের প্রায় ১২ লাখ দর্শনার্থী স্থানটি পরিদর্শনে আসেন।
ছবিতে দেখুন অপূর্ব এই স্থানটি-
পাহাড় কাটা পথ দিয়েই আপনাকে যেতে হবে মাচুপিচু
পাহাড় থেকেই দেখা যাবে মেঘ। কাছে থাকলে হয়তো ছোঁয়াও সম্ভব
এই ছবি নিশ্চিতভাবেই মুগ্ধ করবে যে কাউকে
চোখে পড়তে পারে জোড়া রংধনু
ট্রেনে করেও যাওয়ার সুবিধা রয়েছে। ট্রেনে বসেই দেখতে পারেন এক ঝলকে
অনেকে একে ধর্মীয় স্থানও মনে করেন
মন্তব্য চালু নেই