বিশ্বের সবচেয়ে লম্বা মাছ!
শুনলে রূপকথার গল্পের মতই মনে হবে। এ ধরনের প্রাণী থাকলেও কিন্তু অবাস্তব নয়। সম্প্রতি সাপের মত দেখতে লম্বায় ৩৬ ফুটের এক প্রাণীকে ক্যামেরাবন্দী করেছে বিবিসি।
দেখতে সাপের মত হলেও এটি আসলে এক ধরনের সামুদ্রিক মাছ। সমুদ্রে বাসকারী হাঁড়যুক্ত মাছের মধ্যে এটিই সবচেয়ে লম্বা। এই মাছটির নাম ওরফিস। ভয়ঙ্কর মনে হলেও বাস্তবে এটি একটি নিরীহ প্রজাতির মাছ।
মহাসমুদ্রগুলোতে খুব কমই দেখা যায় এ প্রজাতির মাছ। সমুদ্রের পাঁচ’শ’ থেকে এক হাজার ফুট গভীরতায় ওর ফিসের বসবাস। ১৭৭২ সালে পিটার অ্যাকুয়ানিস নামের এক প্রকৃতিবিদ প্রথম এই মাছটি আবিষ্কার করেন। নামকরণও করেন তিনি।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সৈকতে এ ধরনের দুটি ওরফিস মৃত অবস্থায় ভেসে এসেছিল, যা স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

















মন্তব্য চালু নেই