বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের মৃত্যু
ষষ্ঠ জন্মদিনের আগেই মারা গেলো বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর জিউস। যখন সে কারো ঘাড়ে সামনের পা দুটি উঁচু করে দাঁড়াতো তখন তার উচ্চতা গিয়ে ঠেকতো ৭ ফিট ৪ ইঞ্চিতে! মিশিগানের কেভিন ডোরলাগ ও তার স্ত্রী ডেনসিনের অত্যন্ত প্রিয় কুকুর ছিলো এটি। ২০১২ সালে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন কুকুর হিসেবে নাম লেখায় জিউস।
আগের রেকর্ডটি ছিল জর্জ নামের আরেকটি কুকুরের। এর উচ্চতা ছিল ৭ ফিট ৩ ইঞ্চি। এদিকে জিউসের ওজন ছিলো ৭০ কেজি। প্রতিদিন তার খাবার লাগতো সাড়ে ১৩ কেজি। মালিক কেভিন জিউসকে খুব বেশি মিস করবেন এবং কখনো ভুলবেন না বলে সংবাদমাধ্যমকে জানান তিনি বলেন, জিউস শুধু পরিবারের মানুষের পছন্দের ছিল না, অন্যরাও তাকে খুব পছন্দ করতো। সেলিব্রেটি কুকুর হিসেবে জিউস বিভিন্ন স্কুল, হাসপাতালেও নিয়মিত ঘুরতে যেত। আর জিউসের মৃত্যুতে অনেকের হাস্যোজ্জ্বল মুখও তিনি মিস করবেন বলে জানান।
মন্তব্য চালু নেই