বিশ্বের সবচেয়ে ‘ভৌতিক’ জঙ্গলে রাজ ৪
‘রাজ’ সিনেমার নাম শুনলেই কেমন যেনো একটা গা ছমছম করে উঠে। কারণ বলিউডে ‘রাজ’ মানেই ভূত, ব্ল্যাক ম্যাজিক বা পারলৌকিক শক্তি নিয়ে কোনও হাড় কাঁপানো ভয়ের গল্প। এই সিরিজে আপাতত তিনটি সিনেমাই মুক্তি পেয়েছে। কাজ শুরু হতে চলেছে ‘রাজ’ সিরিজের চার নম্বর সিনেমার।
‘রাজ ২’ আর ‘রাজ ৩’-এর নায়ক বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমি। ‘রাজ ৪’-এও নায়ক থাকছেন তিনি। কিন্তু এ বার ভয়টা শুরু থেকেই অনেক বেশি। আর ভয়ের কারণটা সত্যি বেশ আঁতকে ওঠার মতোই।
শোনা যাচ্ছে ‘রাজ ৪’-এর সুটিং হবে বিশ্বের সবচেয়ে ভৌতিক জঙ্গলে। হ্যাঁ খবরটা সত্যি। সুটিং হবে রোমানিয়ার হোয়া বাকিউ জঙ্গলে। আপনি যদি গুগ্লে ‘মোস্ট হন্টেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড’ বলে সার্চ দিয়ে দেখেন তাহলে সার্চ রেজাল্টের তালিকায় সবচেয়ে উপরে থাকবে হোয়া বাকিউ জঙ্গলে। এই মুহূর্তে ‘রাজ ৪’-এর সুটিং চলছে ট্রানসেলভেনিয়ায়।
রোমানিয়ার এই জঙ্গলটির নাম একাধিক ভৌতিক বা অস্বাভাবিক গল্পের সঙ্গেই জড়িয়ে রয়েছে। তবে কে বলতে পারে, হোয়া বাকিউ জঙ্গলের গা ছমছমে পরিবেশে শুটিং চলাকালীন হয়ত কোনও অস্বাভাবিক কিছু ক্যামেরায় ধরা পরে যেতে পারে!
মন্তব্য চালু নেই