বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা পান পানের মৃত্যু হয়েছে। ক্যান্সার ধরা পড়ার মাত্র ছয় মাস পরেই ৩১ বছর বয়সে চীনে
মারা গেছে পান্ডাটি। খবর বিবিসির।

চীনের সিচুয়ানে জন্ম হয়েছিল পান পানের। পরে সেখান থেকে কয়েক মাস বয়েসী পান পানকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেখানে একেবারেই বন্দি জীবন কাটাচ্ছিল সে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী পান্ডা হচ্ছে ৩৬ বছর বয়সী বাসি। সেও চীনেই বাস করছে। অক্টোবরে জিয়া জিয়া নামের ৩৮ বছর বয়সী একটি পান্ডার মৃত্যুর পর থেকে সবচেয়ে বয়স্ক নারী পান্ডার খেতাব ধরে রেখেছে বাসি। এ ধরনের পান্ডা সাধারণত বিশ বছর বেঁচে থাকে।



মন্তব্য চালু নেই