বিশ্বের সবচেয়ে বড় বিমান, দেখুন ভিডিও
বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফ্ট। ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নের শাসনামলে এনটোনভ ডিজাইন ব্যুরো তৈরি করে পৃথিবীর সবচেয়ে বড় বিমান এনটোনভ এন-২২৫ ম্রিয়া। ইউক্রেনিয়ান ভাষায় ‘ম্রিয়া’ মানে হলো ‘স্বপ্ন’। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিমানটির বর্তমান মালিক ইউক্রেন।
এনটোনভ এন-২২৫ ম্রিয়া সর্বোচ্চ ৬৪০টন নিয়ে আকাশে উড়াল দিতে সক্ষম। বিমানটির আছে ৬টি টারবোফেন ইঞ্জিন। শুধু তাই না, বিমানটির পাখা অন্য যে কোনো বিমানের চেয়ে বড়। সারা বিশ্বে এ ধরণের বিমান আছে মাত্র একটি।
এনটোনভ এন-১২৪ মডেলের আদলে নির্মিত হয়েছে এনটোনভ এন-২২৫ ম্রিয়া। ১৯৮৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরের ২১ ডিসেম্বর প্রথম আকাশে পাখা মেলে।
নির্মাণের পর সামরিক কাজে বিমানটি ব্যবহার করে সোভিয়েত ইউনিয়ন। মূলত ‘বুরান স্পেসক্রাফট’ সফলভাবে বহনের জন্য এনটোনভ এন-২২৫ ম্রিয়া ব্যবহৃত হতো।
মন্তব্য চালু নেই