বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ধনী ১৯ বছরের সুন্দরী
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/03/alexandra-andersen.jpg)
নরওয়ের অ্যালেক্সন্ড্রা অ্যান্ডারসন। মাত্র ১৯ বছর বয়স। সুন্দরীও বটে। আর সঙ্গে অর্থের সাম্রাজ্য। ১৮ বছর বয়সে স্কুল ফাইনাল পাস করে আলেকজেন্ড্রা অ্যান্ডারসন একটি অ্যাপ তৈরি করেছেন আর ওই অ্যাপের ব্যবসায়িক মুনাফাতেই ধনকুবের হয়েছেন ১৯ বছরেরে বুদ্ধিমতী সুন্দরী।
এর আগেও মার্ক জাকারবার্গের ফেসবুক ম্যাজিকের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ধনকুবেরদের তালিকায় ১৬ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসছেন ফেসবুকের মালিক জাকারবার্গ ।
স্ন্যাপচ্যাটের কর্ণধারের গল্পটাও এমনই। এবার সেই তালিকায় নতুন নাম অ্যালেক্সন্ড্রা অ্যান্ডারসন।
মন্তব্য চালু নেই