বিশ্বের যে ১১টি দেশের মেয়েরা সবচেয়ে বেশী সুন্দরী

কথায় বলে সুন্দরীদের কোনও দেশ হয় না। প্রবাদটা একশো শতাংশ সত্যি। পাশাপাশি এও ঠিক, কয়েকটি প্রদেশের মেয়েরা বিশ্বজুড়ে সৌন্দর্যের নিরিখে শীর্ষে অবস্থান করে। আসুন দেখে নেওয়া যাক, কোন দেশের মেয়েরা সবথেকে বেশি সুন্দরী হয়। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন তালিকা প্রকাশ করে।

১. ভেনেজুয়েলা- ভেনেজুয়েলা থেকে বহু সুন্দরীই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় শীর্ষ স্থান পেয়েছেন। আজ পর্যন্ত বহু ললনাই এ দেশ থেকে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ডের তকমা জিতেছেন।

২. ভারত: বহু ভাষাভাষীর দেশ ভারতীয় ললনাদের সৌন্দর্যের আবেদনের খ্যাতি বিশ্বজোড়া। সাধে কি আর বলে, “তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।”

৩. আর্জেন্টিনা: এখানকার মেয়েদের ত্বক ও চুলের খ্যাতি বিশ্বজোড়া।

৪. সার্বিয়া: মেডিটেরানিয়ান সৌন্দর্য দেখতে হলে দেখতে হবে সার্বিয়ার মেয়েদের। শুনলে অবাক হবেন, সার্বিয়ার ৯৯ শতাংশ মহিলাকেই এত সুন্দর দেখতে, তারা যে কোনও চিত্রতারকাকেই কমপ্লেক্স দিতে সক্ষম।

৫. পাকিস্তান: পাক সুন্দরীদের রূপের খ্যাতি বিশ্বজোড়া।

৬. ফ্রান্স: ফ্রেঞ্চ ওম্যানদের অ্যাটিটিউডই তাদের আবেদন শতগুণ বাড়িয়ে তোলে।

৭. ইতালি: অলিভের মত ট্যানড স্কিন ও বাদামি চুল ইতালির নারীদের করে তোলে আবেদনময়ী।

৮. ইউক্রেন: বিশ্বের সবথেকে সুন্দরী ও সাহসী মহিলারাই বোধহয় ইউক্রেনে থাকে।

৯. ব্রাজিল: ব্রাজিলিয়ানস গার্লস, বিশেষত ব্লন্ড ও ব্রুনেটরা তাদের স্পোর্টি লুকসের জন্য বিখ্যাত।

১০. রাশিয়া: রাশিয়ান মহিলাদের চমৎকার ত্বক, নীল চোখ ও অসাধারণ ফিগার ও উচ্চতা- বিশ্বের চোখে তাদের মোহময়ী করে তুলেছে।

১১. বাংলাদেশ: বাংলার নারীদের লাজুক চাহনি, আলতো হাসিই তাদের আবেদন বহুগুণ বাড়িয়ে তোলে।



মন্তব্য চালু নেই