বিশ্বের ভয়ঙ্করতম রেলপথ, যেখানে জান হাতে নিয়ে উঠতে হয়! (ভিডিও)
গোটাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে এই রেলপথ দিয়ে যাওয়ার সময় আপনার জীবনকে হাতের মুঠোয় করে নিয়ে যেতে হবে। আপনার হৃদয় বেশ শক্তপোক্ত না হলে, এই ধরনের রেলপথে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বাইরে তাকালেই। কোনওদিন এসব জায়গায় যাবেন কী যাবেন না, সে তো সময় বলবে। কিন্তু আজ এই ভিডিওটা দেখে রোমাঞ্চিত হওয়ার সুযোগটা ছাড়বেন কেন?-
মন্তব্য চালু নেই