বিশ্বনবি রমজানে যে কাজের তাগিদ দিয়েছেন
আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান। এ মাসে ইবাদাত-বন্দেগি করে মানুষ বাকি ১১ মাস সঠিক পন্থায় চলার চূড়ান্ত প্রশিক্ষণ নেয়। শিক্ষা গ্রহণ করে ‘কম কথা বলার; অভ্যাস গঠন করে অল্প নিদ্রার; নিজেকে তৈরি করে স্বল্প পানাহারের জন্য। অনুভব করে গরিব-দুখীর ক্ষুধা যন্ত্রণার। এ ছাড়াও হাদিসে এসেছে, রমজানে চারটি কাজ আবশ্যক করণীয়। যা তুলে ধরা হলো-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এই মাসে চারটি কাজ অবশ্যক করণীয়। দুটি কাজ তো এমন যে, তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। আর অবশিষ্ট দুটি এমন, যা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। কাজ চারটি হলো-
১. কালেমায়ে শাহাদাত পাঠ করা
২. অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এ দু’টি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়।
৩. জান্নাত লাভের আশা করা; এবং
৪. জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এ দুটি বিষয় এমন, যা তোমাদের (মুসলিম উম্মাহর) জন্য একান্ত জরুরি।’ (ইবনে খুজাইমা)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মাগফিরাতের দশকের প্রথম দিন থেকেই এ চারটি বিষয়ের প্রতি যথাযথ যত্নবান হওয়ার তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য চালু নেই