বিশ্বজুড়ে সবচেয়ে ব্যবসা সফল ১০টি বলিউড সিনেমা

বাজেটের নিরিখে ১০০ কোটির দরজা টপকানোটা বলিউডের কাছে এখন প্রায় জল ভাত। হলে সেই ছবি কতটা দর্শক টানতে পারলো, কতটাই বা প্রশংসা কুড়লো, সবই এখন অপ্রাসঙ্গিক। আগে কোন সিনেমা কতটা চললো তার মূল মাপকাঠিই ছিল বক্সঅফিস।

কিন্তু, এখন পুরোটাই নির্ভর করে তার মোট আয়ের উপর। এই গ্যালারিতে সেই ১০টি বলিউডি সিনেমার সুলুক সন্ধান থাকলো, যারা পৃথিবী জুড়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি টাকা আয় করেছে। খবর এবিপি’র।

১. পিকে বাজেট ৮৫ কোটি, ভারতে উপার্জন ৪৮৯ কোটি, বিদেশে ৩০৩ কোটি, মোট উপার্জন ৭৯২ কোটি টাকা।

২. বজরঙ্গি ভাইজান বাজেট ৮০ কোটি, ভারতে উপার্জন ৪৩৩ কোটি, বিদেশে ১৯৩ কোটি, মোট ৬২৬ কোটি টাকা।

৩. ধুম থ্রি বাজেট ১৫০ কোটি, ভারতে উপার্জন ৩২৭ কোটি, বিদেশে ১৭০ কোটি, মোট ৫৪২ কোটি টাকা।

৪. চেন্নাই এক্সপ্রেস বাজেট ৭৫ কোটি, ভারতে উপার্জন ৩০১ কোটি, বিদেশে উপার্জন ১২১ কোটি, মোট ৪২২ কোটি টাকা।

৫. প্রেম রতন ধন পায়ো বাজেট ৮০ কোটি, ভারতে উপার্জন ৩০৫ কোটি, বিদেশে ৯৩ কোটি ৭০ লক্ষ, মোট ৩৯৯ কোটি টাকা।

৬. থ্রি ইডিয়টস বাজেট ৩৫ কোটি, ভারতে উপার্জন ২৬৯ কোটি, বিদেশে ১২৬ কোটি, মোট ৩৯৫ কোটি টাকা।

৭. হ্যাপি নিউ ইয়ার বাজেট ১৫০ কোটি, ভারতে উপার্জন ২৯৫ কোটি, বিদেশে উপার্জন ৯০ কোটি, মোট ৩৮৫ কোটি টাকা।

৮. দিলওয়ালে বাজেট ১০০ কোটি, ভারতে উপার্জন ২১৩ কোটি, বিদেশে উপার্জন ১৬৮ কোটি, মোট ৩৮১ কোটি টাকা।

৯. কিক বাজেট ১০০ কোটি, ভারতে উপার্জন ৩১০ কোটি, বিদেশে ৬৭ কোটি, মোট ৩৭৭ কোটি টাকা।

১০. কৃষ থ্রি বাজে়ট ১১৫ কোটি, ভারতে উপার্জন ৩২০ কোটি, বিদেশে উপার্জন ৫৪ কোটি, মোট ৩৭৪ কোটি টাকা।



মন্তব্য চালু নেই