বিশ্বকাপ শেষ হাফিজেরও

বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের জন্য আবারও দুঃসংবাদ, পেসার জুনাইদ খানের পর বিশ্বকাপ শেষ হয়ে গেল ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজেরও।

গোড়ালির ইনজুরিতে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ।

রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র এএফপিকে বলেন, ‘হাফিজ বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে নাসির জামশেদকে।’

গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময় পায়ে চোট পান হাফিজ। তাকে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে বিশ্বকাপে আর খেলা হলো না তার।

বিশ্বকাপ থেকে জুনাইদ ও হাফিজের বাদ পড়াটা পাকিস্তানকে বেশ বিপদেই ফেলে দিল। তবে তাদের জন্য সুখরব, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের বৈধতা পেয়েছেন স্পিনার সাঈদ আজমল। পরবর্তীতে দলের অন্য কেউ ইনুজুরিতে পড়লে বিশ্বকাপে সুযোগ পেতেও পারেন এই স্পিনার।

তথ্যসূত্র : ক্রিকবুজ ডটকম, ডন নিউজ



মন্তব্য চালু নেই