বিশ্বকাপ শেষে রেটিং কমেছে বাংলাদেশের
গত রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইংল্যান্ডকে শেষ ওভারে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের শিরোপা ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার টি-টোয়েন্টির সর্বশেষ র্যাং কিং প্রকাশ করেছে আইসিসি। শিরোপা জিতেও শীর্ষে উঠতে পারেনি ক্যারিবীয়ানরা। শীর্ষস্থানটি দখলে রেখেছে মোড়ল ভারত। তারা ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
তবে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও তৃতীয় স্থানটা ধরে রেখেছে নিউজিল্যান্ড। রানার্সআপ হওয়া ইংল্যান্ড ৭ নম্বর থেকে এক লাফে ৪ নম্বরে উঠে এসেছে। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম পাকিস্তান, অষ্টম শ্রীলঙ্কা, নবম আফগানিস্তান। আর দশম স্থানে রয়েছে বাংলাদেশ।
দশম স্থান থেকে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ নিজেদের অবস্থান ধরে রাখলেও রেটিংয়ে সামান্য অবনতি হয়েছে। ৭৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের বর্তমান রেটিং ৭৪।
টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষ দশ :
ক্র.নং দল রেটিং
১ ভারত ১২৬
২ ওয়েস্ট ইন্ডিজ ১২৫
৩ নিউজিল্যান্ড ১২০
৪ ইংল্যান্ড ১১৫
৫ দ. আফ্রিকা ১১৫
৬. অস্ট্রেলিয়া ১১২
৭ পাকিস্তান ১০৭
৮ শ্রীলঙ্কা ১০৫
৯ আফগানিস্তান ৮১
১০ বাংলাদেশ ৭৪
মন্তব্য চালু নেই