বিশ্বকাপ জিতেও চাকরি গেল অ্যামব্রোসের
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও পার পেলেননা কিংবদন্তি বোলার কোর্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এই ৫২ বছর বয়সী ক্যারিবিয়ানকে। তার পরিবর্তে নিয়োগ দেয়া হয়েছে রডরিক ইস্টউইককে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগেই দলের সাথে যোগ দেবেন রডরিক।
গত তিন বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উপদেষ্টা হিসেবে কাজ করে আসছিলেন অ্যামব্রোস। এ সময় বোলিং কোচেরও দায়িত্ব পালন করেছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উন্নয়নের জন্যেও কাজ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে ছিলেন তিনি।
কিন্তু অ্যামব্রোসকে ঠিক কি কারণে সরিয়ে দেয়া হল এটার সঠিক কোন তথ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। খুব শীঘ্রই এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড থেকে আনুষ্ঠানিক বিবৃতি জানানো হবে। জুনের ৩ তারিখে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে।
মন্তব্য চালু নেই