বিশ্বকাপে মাশরাফিদের টিম ম্যানেজার সুজন

আসন্ন বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার পদে দায়িত্ব পালন করবেন প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বোর্ড সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করেন সাব্বির রহমান খান।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের ১১তম আসর। বিশ্বকাপে অংশ নিতে আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। ব্রিসবেনে ২০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এ সময়ে চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফির দল।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, তাইজুল ইসলাম, আরাফাত সানী, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মুমিনুল হক।



মন্তব্য চালু নেই