বিশ্বকাপে তবুও এগিয়ে পাকিস্তান!
এবারের বিশ্বকাপে মোটেও ভাল করতে পারছে না পাকিস্তান। তিন ম্যাচে এক জয়, সেটিও আবার পুঁচকে জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব স্থানেই পাকিস্তানি খেলোয়াড়দের ব্যর্থতার ছাপ। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাস্তানাবুদভাবে হারের লজ্জা। এরপর ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাছেও ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে ১৯৯২ বিশ্বকাপজয়ী দলটি।
জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়ে বিশ্বকাপে কোনো রকমে টিকে রয়েছে পাকিস্তান। সমর্থকদের কাছ থেকে প্রতিদিনই দুয়ো শুনতে হচ্ছে পাক ক্রিকেটাদের। কিন্তু দলের পারফরম্যান্স যেমনই হোক, একটা জায়গায় মিসবাহ-উল-হকের দল সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপ শুরুর পর গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে পাকিস্তান দলের! এই তালিকায় পাকিস্তানের পরে আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
গুগল এক সমীক্ষায় দেখেছে, বিভিন্ন দলের পারফরম্যান্স ছাড়াও সেই দলের খেলোয়াড়দের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী অনলাইন ব্যবহারকারীরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের উচ্চতা আসলে কত, সেটা অনেকে গুগলে জানতে চেয়েছেন। অনুসন্ধান তালিকায় পাকিস্তানের নাম সবার ওপরে আসার এটা অন্যতম বড় কারণ। পাকিস্তানের প্রতিটি ম্যাচ সমন্ধে অনলাইন ব্যবহারকারীদের আগ্রহ ছিল অন্যান্য দলের চেয়ে বেশি। অনুসন্ধানে এমন আরো কিছু বিষয় আছে। এর মধ্যে আছে বিরাট কোহলির চুলের ছাঁট, ক্রিস গেইলের নাচ, কিংবা সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি।
তথ্যসূত্র : পিটিআই।
মন্তব্য চালু নেই