বিশ্বকাপে গেইলের বিশ্বরেকর্ড
মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে দানবীয় মূর্তিতে হাজির হন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। ইনিংসের শুরু থেকে ব্যাট করে অনেকগুলো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।
প্রথমে ৭৯ রান করে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এরপর ১৮৯ রান করে বিশ্বকাপে করা সর্বকালের সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে যান। এত দিন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ১৮৮ রান নিয়ে সবার শীর্ষে ছিলেন। ১৮৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ১৮১ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। আর ১৭৫ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন বীরেন্দর শেবাগ।
ক্রিস গেইল সবাইকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।
মন্তব্য চালু নেই