বিশ্বকাপে ইংল্যান্ডের যত সর্বনিম্ন

১৪ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের একাদশতম আসরের। এ নিয়ে সবগুলো আসরেই অংশ নিয়েছে ইংল্যান্ড। এখনো বিশ্বকাপ জেতা হয়নি তাদের। তবে বিশ্বকাপে তাদের যেমন ভালো রেকর্ড রয়েছে। তেমনি রয়েছে লজ্জার রেকর্ডও।

শুক্রবার সেই রেকর্ডের তালিকায় আরো একটি নতুন লজ্জার রেকর্ড যুক্ত হয়েছে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১২৩ রানে অলআউট হয়েছে ইংলিশরা। তবে এটাই বিশ্বকাপে তাদের সর্বনিম্ন রানের ইনিংস নয়। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯৩ রানে অলআউট হয়েছিল তারা। এরপর ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তারা ১০৩ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছিল।

বিশ্বকাপে ইংল্যান্ডের ১০টি সর্বনিম্ন রানের ইনিংসের ৪টিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বনিম্ন রানের ইনিংসগুলো।

রান        প্রতিপক্ষ               তারিখ
৯৩        অস্ট্রেলিয়া            ১৮ জুন ১৯৭৫
১০৩       দক্ষিণ আফ্রিকা      ২২ মে ১৯৯৯
১২৩       নিউজিল্যান্ড        ২০ ফেব্রুয়ারি ২০১৫
১২৫       জিম্বাবুয়ে             ১৮ মার্চ ১৯৯২
১৫২       দক্ষিণ আফ্রিকা       ২৫ ফেব্রুয়ারি ১৯৯৬
১৫৪       দক্ষিণ আফ্রিকা       ১৭ এপ্রিল ২০০৭
১৬৮       ভারত                    ২৬ ফেব্রুয়ারি ২০০৩
১৬৯       ভারত                   ২৯ মে ১৯৯৯
১৭১       দক্ষিণ আফ্রিকা        ৬ মার্চ ২০১১
১৯৪       ওয়েষ্ট ইন্ডিজ          ২৩ জুন ১৯৭৯



মন্তব্য চালু নেই