বিশ্বকাপের ছড়া

## বিশ্বকাপের ছড়া
** আমিনুল ইসলাম মামুন

## গোল

চারিদিকে চিৎকার
গোল গোল গোল
কেউ পিটে থালা-বাটি
কেউ পিটে ঢোল
গোল গোল গোল।

খালু কাকা মামা
নেই কারো থামা
দেখি মন সকলের
খেয়ে ওঠে দোল
গোল গোল গোল।

পথে-ঘাটে লঞ্চে
টেবিলে ও মঞ্চে
মুখে দেখি সকলের
একটাই বোল
গোল গোল গোল।

## বল উড়ে চলছে

চারিদিকে সকলেই
খেলা নিয়ে ব্যস্ত
মনযোগ সকলের
সেই দিকে ন্যস্ত।

মাঠে নেই ম্যারাডোনা
নেই মাঠে পেলে
তাদেরকে নিয়ে আজও
লাখো ঠোঁট খেলে।

কেউ কাটে ভেংচি
কখনো বা হাসি
বাবা-দাদা মা-খালা
চাকুরে ও চাষী।

গ্যালারি ও ঘরকোণ
উত্তাপে জ্বলছে
মাঠ জুড়ে পায়ে পায়ে
বল উড়ে চলছে।

(সংগৃহীত)



মন্তব্য চালু নেই