বিশেষ বিবেচনায় ‌‘মেসি’ নাম রাখার অনুমতি

আর্জেন্টিনার ফুটবল সেনসেশন লিওনেল মেসির নামে নিজের ছেলের নাম রাখার অনুমতি পেল দেশটির এক পিতা। দানিয়েল ভ্যারেলা নামের ওই ব্যক্তি জানান, তিনি তার সদ্য জাত ছেলের প্রথম নাম রাখতে চেয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে বাধ সাধে দেশটির ৪৫ বছর পুরনো আইন।

ওই আইন অনুযায়ী কোনো বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ কেউ প্রথম অংশ হিসেবে ব্যবহার করতে পারবে না। সে কারণেই ভ্যারেলা তার ছেলের নাম মেসি দানিয়েলে ভ্যারেলা রাখতে সমস্যায় পড়েন। এ নিয়ে তিনি মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত আদালত তার পক্ষেই রায় দেয়। এতে করে ছেলে নাম মেসি রাখতে আর কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য এর আগেও পাঁচ বছর আগে যখন তার স্ত্রী প্রথমবারের মত গর্ভবতী হয়। তখনো তিনি ঠিক করে রেখেছিলেন ছেলের নাম মেসি রাখবেন। কিন্তু সে যাত্রায় তার মেয়ে জন্ম হওয়ায় আর মেসি’র বাবা হওয়া হয়ে ওঠেনি। তবে দেরিতে হলেও বিশ্ববিখ্যাত ফুটবলার মেসির বাবা হওয়ার।



মন্তব্য চালু নেই