বিশৃঙ্খলার ম্যাচে সিটিকে পিষে ফেলল চেলসি!

ম্যানইউ পারেনি, টটেনহ্যাম পারেনি- আন্তনিও কন্তের চেলসিকে থামাতে ব্যর্থ পেপ গুয়ারডিওলার ম্যানসিটিও। ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্বার গতিতে ছুটে চলেছে ব্ল–জরা।

শনিবার ইতিহাদে উত্তেজনায় ঠাসা অগ্নিগর্ভ ম্যাচে সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল চেলসি।

ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরও চেলসির টানা অষ্টম জয় আটকাতে পারেনি সিটি। উল্টো তিন গোলের পাশাপাশি দুটি লাল কার্ডও হজম করেছে স্বাগতিকরা!

দুই দলের দুর্দান্ত আক্রমণ-প্রতি আক্রমণের মধ্যে বিরতির ঠিক আগে গ্যারি কাহিলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। ৬০ মিনিটে চেলসিকে সমতায় ফেরান ডিয়েগো কস্তা। সে থেকেই সিটির পথ হারানোর শুরু। ৭০ মিনিটে উইলিয়ানের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ৯০ মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইডেন হ্যাজার্ড।

ইনজুরি টাইমে ডেভিড লুইজকে ফাউল করে লাল কার্ড দেখেন আগুয়েরো। এনিয়ে ফ্যাব্রিগাসের সঙ্গে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ফার্নান্দিনহোও। এএফপি।



মন্তব্য চালু নেই