বিলিতি ভূতের খপ্পরে বরুণ ধাওয়ান

দরজার কাছে কে যেন গান গেয়ে উঠলেন৷ তারপর আপনা থেকেই খুলে গেল দরজা৷ এ সব কি সত্যি, নাকি নিজের মনে এতটাই মগ্ন ছিলেন বরুণ ধাওয়ান যে, এসব মনে হল তাঁর! সম্প্রতি একরমই ভূতুড়ে অভিজ্ঞতা নাকি হয়েছে তাঁর৷

‘এবিসিডি ২’ ছবির কাজে লাস ভেগাসের এক হোটেলে ছিলেন তিনি৷ শুটিংয়ের জন্য ডাকা হয়েছিল স্থানীয় ক্রিউ মেম্বরদেরও৷ তাঁরাই বরুণকে এ হোটেল সম্পর্কে চালু গল্প বলেন৷ প্রচলিত আছে, এ হোটেলের ঘরে নাকি ঘুরে বেড়ান মার্কিন অভিনেতা-গায়ক ফ্র্যাঙ্ক সিনিত্রার ভূত৷ সারাদিন ধরে শুটিংয়ে চলল এই গল্প৷ বরুণ অবশ্য সে সব হেসেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে রাতে নিজের সুইটে ফিরে সে গল্পই মাথায় ঘুরতে থাকে তাঁর৷ অন্যদিকে মন ফেরাতে নিজের ছবির গানে ডুবে যান তিনি৷ আর তারই ফাঁকে অদ্ভুত সব অনুভূতি হতে থাকে তাঁর৷ মনে হয়, কেউ যেন দরজার কাছে গান গাইছেন! সুইটের দরজাটা বোধহয় আপনা থেকেই খুলে যাচ্ছে! শেষমেশ আর বরুণ ব্যাপারটিকে হেসে উড়িয়ে দেননি৷

তবে তিনি নিজে গানে মগ্ন ছিলেন, না সত্যিইএসব ঘটেছে, সেটাই এখনও ঠাহর করে উঠতে পারছেন না তিনি৷



মন্তব্য চালু নেই