বিরামপুর সীমান্তে বোমা হামলায় এক বাংলাদেশী আহত
দিনাজপুর বিরামপুর ভাইগড় সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাত বোমা হামলায় এক বাংলাদেশী গরু ব্যবসায়ী গুরুত্বর জখম হয়েছে। গুরুত্বর আশংকা জনক অবস্থায় ঐ ব্যক্তিকে রংপুরে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা যায়, বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের নাসির উদ্দিনের পুত্র জাকিরুল ইসলাম (৩২) সহ কয়েকজন ২৯২/২৯৩ সীমান্ত পিলারের মধ্যবর্তী বামনা নামক স্থানে রাত ২টার দিকে ভারত থেকে গরু আনার জন্য যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ভীমপুর ক্যাম্পের টহল দল তাদের উপর হাত বোমা নিক্ষেপ করে।
এতে জাকিরুলের বাম পাঁজরে ও হাতে গুরুত্বর জখম হয়। সঙ্গীরা তাকে নিয়ে সীমান্ত থেকে পালিয়ে আসে এবং চিকিৎসার জন্য রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করায়।
বিজিবি ভাইগড় কোম্পানী কমান্ডার সুবেদার আলফাজ উদ্দিন জানান, এ ঘটনার পর থেকে জাকিরুলের পরিবারের লোকজন গা ঢাঁকা দিয়েছে।
২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই