বিরামপুর অচিন্তপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক কৃষক নিহত, গুলিবিদ্ধ-১
বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে সোমবার (০২ ফেব্র“য়ারী) সকালে কৃষি জমিতে কাজ করার সময় বিএসএফ’র গুলিতে এক কৃষক নিহত ও ১ কৃষক গুলিবিদ্ধ হয়েছে। পতাকা বৈঠকেও নিহতের লাশ ফেরত দেয়নী বিএসএফ।
জানা গেছে, সোমবার (২ ফেব্র“য়ারী) চাপড়া গ্রামের মানিক মিয়ার ২৯৫ নং সীমান্ত পিলার সংলগ্ন জমিতে ৯ জন কৃষক আমন রোপনের কাজ করছিল। প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, সকাল ৯টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুমশী ক্যাম্পের ২ সদস্য এসে তাদের সাথে বচসা করে। এর কিছুক্ষণ পর ৫জন বিএসএফ এসে তাদের উপর অতর্কিত ভাবে গুলি বর্ষন শুরু করে।
এতে জমিতে কর্মরত আঃ গণির ছেলে নজরুল ইসলাম (২৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত এবং আফতাব হোসেনের ছেলে সাহাদুল ইসলাম (৩০) গুলিবিদ্ধ হয়েছে। কর্মরত অন্যান্য কৃষকরা আহত সাহাদুলকে নিয়ে পালিয়ে আসে। কিন্তু বিএসএফ নিহত নজরুল ইসলামের লাশ টেনে নিয়ে ভারতীয় কাঁটা তারের বেড়ার কাছে রেখে দিয়েছে।
আহত সাহাদুলের পায়ে গুলি লেগে তার পায়ের নিচের অংশ উড়ে গেছে। তাকে গুরুত্বর অবস্থায় বিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অচিন্তপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিকেল ৩টায় ঐ সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। এতে বিজিবি’র পক্ষ্যে নেতৃত্ব দেন, দিনাজপুর সেক্টর কমান্ডার হ্রা হেন মং ও ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এম, জাহিদুর রশীদ। ভারতের পক্ষ্যে ছিলেন, রায়গঞ্জের ডিআইজি জশমন সিং এবং বিএসএফ ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন সুদ।
বৈঠকে জানানো হয়, ময়না তদন্তের পর বিএসএফ লাশ ফেরত দিবে এবং এব্যাপারে তদন্ত কমিটি করবে।
মন্তব্য চালু নেই